উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার (২৩ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

রবিবার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মেয়ে দেশের বাইরে থাকায় আগামীকাল সোমবার তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়।

 

Related Content

সকলের সহযোগিতায় ন্যায় প্রতিষ্ঠা করতে চাই: অ্যাডভোকেট শিশির

রাজধানীতে জমজমাট শীতের পোশাকের বেচাকেনা

সা’দপন্থীদের গ্রেফতার, শাস্তি ও নিষিদ্ধের দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

Leave a Comment