টাঙ্গাইলের সখীপুরে গাছ থেকে পড়ে আলমগীর হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর নীলফামারী সদর উপজেলার জহিরুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,উপজেলার আমতৈল এলাকায় আজ বিকেলে একটি বাড়িতে কাজ করার সময় আলমগীর পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হোসেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের চাচাতো ভাই সুমন মিয়া বলেন, কাজের সন্ধানে কয়েকদিন আগে আলমগীর সহ আমরা ৩ জন নীলফামারী থেকে সখীপুর আসি।
ভাই আমাদের একা করে আজ দুর্ঘটনায় ওপারে চলে গেল। ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আলমগীর। তার দুটি সন্তান রয়েছে। পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ওই নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় দেড় লাখ টাকা দিয়ে দিয়েছেন গাছের মালিক হিরন তালুকদার। রাতের মধ্যেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
Leave a Comment