ডাকাতিসহ ১১ মামলার আসামি জাকির গ্রেফতার

ডাকাতিসহ ১১ মামলার আসামি জাকির গ্রেফতার

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকা থেকে ডাকাতি, ছিনতাই, মাদকসহ  ১১ মামলার এজাহারনামীয় আসামি মো. জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। সে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানান পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেফতার জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানীসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করতো। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো।

গ্রেফতার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

Related Content

সুনামগঞ্জে ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

Leave a Comment