রাজধানীর গুলশান নিকেতনের বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যোগ দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন। তিনি জানান, রাজধানীর নিকেতন বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত জানা যায়নি বলেও জানান তিনি।
Leave a Comment