বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফারকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩

বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফারকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিন জনই মারা যান।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, গতকাল আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Content

আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, পাথর ছুড়ে হামলা

প্রথম শ্রেণিতে জ্যোতির ইতিহাস

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

Leave a Comment