হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স চট্টগ্রাম কর্পোরেট অফিসের উদ্বোধন করবেন চেয়ারম্যান জামাল উদ্দিন

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স চট্টগ্রাম কর্পোরেট অফিসের উদ্বোধন করবেন চেয়ারম্যান জামাল উদ্দিন

বীমা প্রতিষ্ঠান হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দীর্ঘদিন ধরে দেশে সুনামের সাথে তাদের ব্যবসা পরিচলনা করে আসছে। আপনি যেখানেই থাকুন, আমরা সর্বদা আপনারই পাশে। এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পথচলায় শাখা বিস্তৃতি ঘটেছে দেশব্যাপী।

এবার নতুন আঙ্গিকে জানুয়ারি মাসের ১৮ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম কর্পোরেট অফিস। নতুন এ অফিসের উদ্বোধন করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জামাল উদ্দিন। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মতিন পাশাপাশি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন নাহার আলো। 

নতুন অফিস উদ্বোধন সম্পর্কে প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেটিং লুৎফুন নাহার আলো বলেন, চট্টগ্রাম কর্পোরেট অফিসের কার্যক্রম শুরুর মাধযমে আমাদের লক্ষ্য হচ্ছে চট্টগ্রামের সকল গ্রাহকদের সেবা সহজ করা। একইসাথে বৃহৎ পরিসরে বীমা কার্যক্রম পরিচালনা করা। নতুন শাখাটি হবে চট্টগ্রামের চৌমুহনী আগ্রাবাদ এলাকায়।

উল্লেখ্য ১৯৯৬ সালে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকায় এর শাখা রয়েছে। এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থার প্রতিদান দিয়ে চলছে



বাঁধন/সিইচা/সাএ

Related Content

‘দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে’

ছাত্রদলের সংগ্রাম বাদ দিয়ে ইতিহাস লেখা হলে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে: রাকিব

কাদিয়ানীদের কার্যক্রম বন্ধের দাবিতে সমাবেশ

Leave a Comment