টটেনহ্যাম প্রাণপণ চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে। কিন্তু সবদিক থেকে নিখুঁত লিভারপুল স্পারদের লড়াই ছাপিয়ে নির্দয় পারফরম্যান্স দেখালো। টটেনহামের ভক্তদের সামনে গোল উৎসব করে প্রিমিয়র লিগ টেবিলের শীর্ষ দল ব্যবধান বাড়ালো চার পয়েন্টে।
চোট জর্জর টটেনহ্যামকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। লিগে টানা দুটি ড্রয়ের পর তারা জয়ে ফিরলো দাপট দেখিয়ে। মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজ করেছেন জোড়া গোল।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর দিয়াজের হেডে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের মাপা ক্রসে ২৩ মিনিটে ডাইভিড হেডে জাল কাঁপান কলম্বিয়ান তারকা। ১৩ মিনিট পর আরেকটি হেডে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
হাফ টাইমের চার মিনিট আগে বাঁকানো শটে মৌসুমের অষ্টম গোল করে স্পারদের আশার আলো জ্বালান জেমস ম্যাডিসন। কিন্তু ডমিনিক সোবোসলাইকে দিয়ে গোল করে তা নিভিয়ে দেন সালাহ।
৫৪ মিনিটে বেশ কাছ থেকে গোল করে বিলি লিডেলের ২২৮ ক্লাব গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। সাত মিনিট পর সোবোসলাইয়ের অ্যাসিস্টে গোল করে ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মিশরীয় ফরোয়ার্ড। ১৬ লিগ ম্যাচে ১৫ গোল করে শীর্ষ গোলদাতার আসনও পাকা করলেন তিনি। দুই গোল কম করে দ্বিতীয় স্থানে ম্যানসিটির আর্লিং হাল্যান্ড।
খেলার ১৮ মিনিট বাকি থাকতে দেহান কুলুসেভস্কি টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পান। ডমিনিক সোলাঙ্কে ৮৩ মিনিটে গোল করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে। যদিও ৫-২ থেকে স্পারদের ঘুরে দাঁড়ানোর আশা ছিল অনেকটাই অবাস্তব। দিয়াজ তার দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করলে চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।
১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্নে স্লটের দল। এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি।
Leave a Comment