ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ স্থানীয় বিলমাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং নাগশোষা গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সমবয়সীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে রাত ১১টার দিকে বিদ্যুৎলাইনের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জিহাদ। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর প্রেসক্লাবের সদস্য শিমুল জানান, জিহাদের মৃত্যুতে মুষড়ে পড়েছেন নিহতের বাবাসহ স্বজনরা।

Related Content

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আরেক শিশুর মৃত্যু

সুনামগঞ্জে ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

Leave a Comment