ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবীতে বিএনপি’র মানববন্ধন

ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবীতে বিএনপি’র মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ ,কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, মোকলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী ,যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার , ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক শাহীন শিকদারের অবৈধ কর্মকাণ্ডের বিচার দাবী করেন।  এব্যাপারে  জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



শাকিল/সাএ

Related Content

সুনামগঞ্জে ষোলঘর খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

Leave a Comment